অর্থই সকল অনর্থের মূল মহাবিপদে ব্যাংক খাত

bcv24 ডেস্ক    ০৮:৫৬ পিএম, ২০১৯-০৬-২৫    657


অর্থই সকল অনর্থের মূল মহাবিপদে ব্যাংক খাত

দেশের কতিপয় অসাধু ব্যবসায়ী-শিল্পপতীরা, আমদানী-রপ্তানির অজুহাতে ব্যাংক ঋণ নিয়ে, পণ্য আমদানী-রপ্তানির পরিবর্তে বেশীরভাগ টাকাই অলরেডি বিদেশে রপ্তানি করে ফেলেছেন! ব্যাংক ঋণ শোধ না করে অনেকে স্বপরিবারেই বিদেশে রপ্তানি হয়ে গেছেন! কতিপয় (ইচ্ছাকৃত) ঋণখেলাপী যারা দেশে-বিদেশে আছেন, তারা শতকোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, স্কুল, কলেজ, এমনকি গড়েছেন মাদ্রাসা, মসজিদও। তাদের নামে-বেনামে জমি, সমাজে প্রভাব-প্রতিপত্তিও বিপুল। সবই ঠিক চলছে। শুধু ব্যাংকঋণের টাকা ফেরত দিতে নারাজ! বাঙালিরা তো চিরকালই ‘ঋণ করে হলেও ঘী খায়!’ এর সাথে ‘অর্থই যে সকল অনর্থের মূল’। আমাদের দেশের ক্ষেত্রে একথা শতভাগ সত্য হতো!

শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশের পর, দেশের জাতীয় দৈনিক, সোশ্যাল মিডিয়া, টকশো, গোলটেবিল বৈঠকসহ দেশব্যাপী ব্যাপক হৈ-চৈ চলছে। সব মুখেই ঋণখেলাপীদের বিলাসী জীবন, দেশ-বিদেশে বর্তমান অবস্থানসহ চৌদ্দগোষ্ঠি উদ্ধারে ব্যস্ত। কিন্তু অসাধু ব্যাংক কর্মকর্তা যাদের যাচাই-বাচাই করা ছাড়া ঋণ দেয়ার কারণেই খেলাপির পাল্লা ভারি হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ঋণ যাতে কুঋণে পরিণত না হয়, সে ব্যাপারে যাদের সতর্ক থাকা ও ঋণগৃহিতার দরজায় নিয়মিত যাতায়াত করা জরুরি ছিল, তারা অলস বসে থেকে অথবা অনৈতিক কোন সুবিধা নিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। কতিপয় অসাধু ব্যাংক কর্মকর্তাদের কারণেই ব্যাংক খাত বর্তমানে খেলাপি ঋণে কুপোকাত! অনিয়ম, অব্যবস্থাপনা, অযোগ্যতা, অনৈতিক লেনদেন ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে খেলাপি ঋণের পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে।

খেলাপি ঋণের জন্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের দুর্বল তদারকি। তদারকির চেয়ে অধিকাংশ কর্মকর্তারই আগ্রহ কিভাবে বেসরকারি ব্যাংক থেকে বিভিন্ন সুবিধা নিতে পারে। সে জন্য কোন ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দিলেও বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক তদন্তে আগ্রহ দেখায় না। 

দেখা গেছে মিথ্যা তথ্য ও জালিয়াতির মাধ্যমে ঋণ নেয়ার কারণেই তা খেলাপিতে পরিণত হয়েছে। এসব ঋণের বিপরীতে যে দলিলাদি জামানত নেওয়ার বিধান তাও পর্যাপ্ত নয় এবং টাকার সমমূল্যের সম্পদও দেশে নেই। প্রশ্ন হলো, তাহলে টাকা কোথায়? 

বলার অপেক্ষা রাখেনা সে টাকা নিঃশ্বন্দেহে বিদেশে পাড়ি জমিয়েছে! এ সব ঋণের টাকা সোজা পথে কোথাও যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাঁকা পথে (হুন্ডির মাধ্যমে) যাওয়ার আশঙ্কাই বেশি। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটি ইতোপূর্বে বলছে, গত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ৭ হাজার কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাত এখন মহাবিপদে। 

দেখা গেছে ব্যবসায়ী, শিল্পপতী ঋণ গৃহীতরাই বিলাসী জীবন-যাপন করে না; ব্যাংকের বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তা-কর্মচারী, পরিচালকরাও কোটি টাকার গাড়ি, শত কোটি টাকার বাড়ি নিয়ে বিলাসী জীবন যাপন করছেন! যাদের দায়িত্বের অবহেলার কারণে খেলাপি ঋণ বেড়েছে তাদের তালিকাও কেনো প্রকাশ করা হবে না?

ব্যাংক কর্মকর্তাদের নৈতিকভাবে আরও বলীয়ান, পর্ষদে দক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়ে আসতে হবে। দুর্নীতিগ্রস্ত ব্যাংকার, পরিচালকদের বিচারের মুখোমুখি করতে হবে। সর্বোপরি রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি উভয় খাতে ব্যাংকিং খাতের অভিভাবক ও তদারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সাথে সমস্যার মূলে যেয়ে আরও কঠোর হতে হবে।

সঙ্কটের আসল উৎসে হাত দিতে হবে। দুঃখজনক হল, ব্যাংকিং খাতে সীমাহীন দুর্নীতি, ঋণ অনিয়ম ও ব্যাংক লুটেরাদের প্রতি জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। যার অন্যতম উদাহরণ হচ্ছে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক ও ফারমার্স ব্যাংকসহ আরও কিছু ব্যাংকের ঋণ কেলেংকারির ঘটনা। ব্যাংক খাতের তীব্র এই সংকটের সময়েও কেন্দ্রীয় ব্যাংককে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা। ফলে নানা ধরনের অনিয়ম করেও শাস্তি পাওয়ার উদাহরণও কম।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে ৩০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন। অর্থমন্ত্রীর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে তাকে এটাও স্মরণ রাখতে হবে, তালিকা প্রকাশই যথেষ্ট নয়; এ ৩শ’ শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ অপরাপর ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনোরকম শৈথিল্য প্রদর্শন কাম্য নয়। এদের কাছ থেকে ঋণ আদায়ে কী ব্যবস্থা নেওয়া হবে সেটাই আসল বিষয়। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোয় জবাবদিহিতার পরিবেশ প্রতিষ্ঠার পাশপাশি খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে, এটাই প্রত্যাশা।


রিটেলেড নিউজ

বাংলাদেশে সবচেয়ে মজলুম গোষ্ঠী সাংবাদিকরাই

বাংলাদেশে সবচেয়ে মজলুম গোষ্ঠী সাংবাদিকরাই

বাবলু চৌধুরী

বাংলাদেশে শ্রমিক হিসেবে সবচেয়ে মজলুম গোষ্ঠী হল সাংবাদিকরা। তাদের কেবল বেতন সামান্য তাই নয় সাংবাদ... বিস্তারিত

কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

কানাডায় নারীর হাইমেন সার্জারি এখনও বৈধ কেন?

বাবলু চৌধুরী

আমরা এখন ২০২২ সালের সময়ের জীবন যাপন করছি। এমন সময়ে যদি শোনেন ভার্জিনিটি একটি পণ্য আপনার সামর্থ্য থ... বিস্তারিত

বিশ্বাস ও সম্মান গাঁথা থাকলে সব ভালোবাসাই প্রেমের কাব্য

বিশ্বাস ও সম্মান গাঁথা থাকলে সব ভালোবাসাই প্রেমের কাব্য

বাবলু চৌধুরী

ইতিহাসে ভালোবাসার নানা গল্প। গল্প নিয়ে মহাকাণ্ড। কেউ বলেন ১৪ ফেব্রুয়ারি দিনে রোমান দেব-দেবীর রান... বিস্তারিত

ওরা ধর্ষক, আমরা দর্শক: বিকল রাষ্ট্রযন্ত্রের ‘কুম্ভকর্ণের সুখনিদ্রা’ কখন ভাঙবে?

ওরা ধর্ষক, আমরা দর্শক: বিকল রাষ্ট্রযন্ত্রের ‘কুম্ভকর্ণের সুখনিদ্রা’ কখন ভাঙবে?

বাবলু চৌধুরী

ডিসকভারি চ্যানেলে বাঘ যখন তার হিংস্র থাবায় শিকারীকে ছিন্নবিচ্ছিন্ন করে তাকে ভক্ষণ করে তখন আমরা শ... বিস্তারিত

শেখ হাসিনার হাতে পিতার পতাকা

শেখ হাসিনার হাতে পিতার পতাকা

তোফায়েল আহমেদ

১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছিল। মওলানা আবদুল হাম... বিস্তারিত

বিষ্ফোরণে নিহত আবুল কাশেমের পরিবারের কী হবে?

বিষ্ফোরণে নিহত আবুল কাশেমের পরিবারের কী হবে?

মুহাম্মদ নাজমুল হাসান

যৌবনের পুরো সময়টা কাটিয়েছিলেন প্রবাসে। সুখ নামক সোনার হরিণ ধরা হয়নি ওমানের তপ্ত রোধে ১৮ বছরের বেশ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত